আমার গান - 'তোমার গান' অন্তর্জালে চলে এসেছে। এটা আমার নতুন গান। আমার আর ভাইয়ের গানের ঝুলিতে নবতম সংযোজন।
এই গানটা এখানে পাওয়া যাবেঃ http://www.soundclick.com/bands/default.cfm?bandID=959002
কথা, সুর ও কন্ঠঃ গোর্কী।
যন্ত্রানুসংগ পরিচালনা, মিশ্রণ ও সম্পাদনাঃ গোর্কী ও রুশো।
আমাদের অন্যান্য গান শোনার জন্য এখানে যানঃ http://www.soundclick.com/bands/default.cfm?bandID=959002
Tuesday, December 1, 2009
Friday, October 16, 2009
হেমন্ত, এবং...

হিমের রাতের ওই গগনের দীপগুলিরে হেমন্তিকা করলো গোপন...
শীত আসছে। এই সময়টা দারুন, এই হেমন্তকাল। বঙ্গভুমি থেকে দূরে এই পশ্চিমের দেশের আবহাওয়াকে যতই গালমন্দ করি না কেন, প্রতি বছর এই সময়টা কেমন যেন মায়াময় লাগে। কিছুদিন আগের গরম আর নেই, শরতের আকাশে যে পেঁজা তুলোর মত মেঘ দেখা শুরু হয়েছিল তা এখন আরো অপরূপ। রাতের বাতাসে হাল্কা হাল্কা শীতের ছোঁয়া। তার ওপর কাল আবার দীপাবলি, কালিপুজা, মন তাই আরো ভাল।
এই সময় এখানে একটা বিশেষত্তঃ হলো ছাতিম। এই সময় ছাতিম গাছগুলো ফুলে ফুলে ভরে আছে, রাতে পথে যখন এক ঝটকা হাওয়াতে ছাতিম ফুলের সুবাস এসে নাকে লাগে।, মনটা আনন্দে ভরে যায়।

তাছাড়া শীতের ভাল ভাল সব্জি আসা শুরু হয়ে গেছে, পাতে পড়ছে সেইসব, মন খারাপের কারণ কমে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়বে, আবার এমন অবস্থা হবে যে মনে হবে গরম পড়লে বাঁচি। তার আগে এই কটা খুশীর দিন, আনন্দে কাটিয়ে নিই।
N.B.: The images used in this post are downloaded from other sites and I claim no copyright for, or intend to violate the copyright terms of these. This post does not serve any commercial purpose.
নীল
পাখিরা উড়ে গেছে,
আজও বসে আছি,
নিঃশব্দ, নিঃস্তব্ধ।
বিস্তির্ণ বালুকাবেলায়
পথ চেয়ে, নীল আকাশকে
হতে দেখেছি আঁধার।
তবু বসে আছি, নিস্তেজ,
কারণ, কিছুই করার ছিলোনা,
আজও নেই।
...আরও একবার, লিখলাম...

Neel by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at hookomookho.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://hookomookho.blogspot.com/2009/10/blog-post.html.
আজও বসে আছি,
নিঃশব্দ, নিঃস্তব্ধ।
বিস্তির্ণ বালুকাবেলায়
পথ চেয়ে, নীল আকাশকে
হতে দেখেছি আঁধার।
তবু বসে আছি, নিস্তেজ,
কারণ, কিছুই করার ছিলোনা,
আজও নেই।
...আরও একবার, লিখলাম...

Neel by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at hookomookho.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://hookomookho.blogspot.com/2009/10/blog-post.html.
Sunday, August 2, 2009
অপূর্ণতা - আমার লেখা প্রথম কবিতা!!!

আমি নিজেকে গদ্য কবিতা বিরোধী ভাবতেই ভালবাসি। তবে কালের প্রবাহে না ভেসে আর পারলাম না। আমিও একদিন লিখে ফেললাম গদ্য কবিতা! এবং লিখে যখন ফেলেইছি, তখন আর অন্তর্জালে ব্যাপারটা প্রচার করা থেকে বিরত থাকতে পারলাম না।
আমি নিজে অবশ্যই মনে করি এটা অনেকটা কবিতার মতোই হয়েছে, এবং নির্ভয়ে পড়া যেতে পারে। তবে ভিন্নজনের ভিন্নমত থাকতেই পারে। সাহস করে পড়ে ফেলতে পারলে ভাল, ভাবপ্রকাশে কোনো বাধা নেই।
কেন লিখলাম? সে গল্প আরেকদিনের জন্য তোলা রইল... :P
বিঃ দ্রঃ- কবিতাটা পড়ার জন্য ওপরের ছবিতে ক্লিক করতে হবে...ছবিটা আমারই তোলা... :D

Apurnota by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at hookomookho.blogspot.com.
Saturday, July 11, 2009
স্ব-ভাব
অবশেষে...নিজের ভাব প্রকাশের এই সুলভ মাধ্যমের মাধ্যমে শীঘ্রই কিছু স্বমহিমা প্রচার করতে চলেছি। স্ব-ভাব প্রকাশ্য আলোয় আনার এই সুবর্ণ সুযোগ নিয়ে যা করতে চলেছি, জনগণের সহ্যের সীমার মধ্যে তা থাকবেনা তা আঁচ করতে পারি। কিন্ত তা সৃজনশীলতার বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াতে দিতে রাজী নই। আমার ব্লগ, তাই যা খুশি লিখতে চলেছি। অতএব, সুধী সাবধান...
Sunday, June 7, 2009
হুঁকো মুখো হ্যাংলা
...বাড়ী তার বাংলা। হ্যাঁ, আমারো বাড়ী সেই বাংলাতেই। তাই এবার মহারাণীর ভাষা ছেড়ে মনের ভাষা ধরলাম...
আরো আসছে। শীঘ্রই...
আরো আসছে। শীঘ্রই...
Some notes: This blog is entirely written in Bangla font using Avro Keyboard software. Get avro keyboard at http://www.omicronlab.com/avro-keyboard-download.html .
If you can't see the Bangla font, and you are on Windows, plz see that the following setting (as shown in pic below) is correct. If not, check the checkbox highlighted in the pic.
If you are on Linux (or Mac for that matter), well...google is your friend...;-D
Subscribe to:
Posts (Atom)