
আমি নিজেকে গদ্য কবিতা বিরোধী ভাবতেই ভালবাসি। তবে কালের প্রবাহে না ভেসে আর পারলাম না। আমিও একদিন লিখে ফেললাম গদ্য কবিতা! এবং লিখে যখন ফেলেইছি, তখন আর অন্তর্জালে ব্যাপারটা প্রচার করা থেকে বিরত থাকতে পারলাম না।
আমি নিজে অবশ্যই মনে করি এটা অনেকটা কবিতার মতোই হয়েছে, এবং নির্ভয়ে পড়া যেতে পারে। তবে ভিন্নজনের ভিন্নমত থাকতেই পারে। সাহস করে পড়ে ফেলতে পারলে ভাল, ভাবপ্রকাশে কোনো বাধা নেই।
কেন লিখলাম? সে গল্প আরেকদিনের জন্য তোলা রইল... :P
বিঃ দ্রঃ- কবিতাটা পড়ার জন্য ওপরের ছবিতে ক্লিক করতে হবে...ছবিটা আমারই তোলা... :D

Apurnota by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at hookomookho.blogspot.com.