Friday, October 16, 2009

হেমন্ত, এবং...


হিমের রাতের ওই গগনের দীপগুলিরে হেমন্তিকা করলো গোপন...

শীত আসছে। এই সময়টা দারুন, এই হেমন্তকাল। বঙ্গভুমি থেকে দূরে এই পশ্চিমের দেশের আবহাওয়াকে যতই গালমন্দ করি না কেন, প্রতি বছর এই সময়টা কেমন যেন মায়াময় লাগে। কিছুদিন আগের গরম আর নেই, শরতের আকাশে যে পেঁজা তুলোর মত মেঘ দেখা শুরু হয়েছিল তা এখন আরো অপরূপ। রাতের বাতাসে হাল্কা হাল্কা শীতের ছোঁয়া। তার ওপর কাল আবার দীপাবলি, কালিপুজা, মন তাই আরো ভাল।
এই সময় এখানে একটা বিশেষত্তঃ হলো ছাতিম। এই সময় ছাতিম গাছগুলো ফুলে ফুলে ভরে আছে, রাতে পথে যখন এক ঝটকা হাওয়াতে ছাতিম ফুলের সুবাস এসে নাকে লাগে।, মনটা আনন্দে ভরে যায়।

তাছাড়া শীতের ভাল ভাল সব্জি আসা শুরু হয়ে গেছে, পাতে পড়ছে সেইসব, মন খারাপের কারণ কমে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়বে, আবার এমন অবস্থা হবে যে মনে হবে গরম পড়লে বাঁচি। তার আগে এই কটা খুশীর দিন, আনন্দে কাটিয়ে নিই।

N.B.: The images used in this post are downloaded from other sites and I claim no copyright for, or intend to violate the copyright terms of these. This post does not serve any commercial purpose.

নীল

পাখিরা উড়ে গেছে,
আজও বসে আছি,
নিঃশব্দ, নিঃস্তব্ধ।
বিস্তির্ণ বালুকাবেলায়
পথ চেয়ে, নীল আকাশকে
হতে দেখেছি আঁধার।
তবু বসে আছি, নিস্তেজ,
কারণ, কিছুই করার ছিলোনা,
আজও নেই।

...আরও একবার, লিখলাম...


Creative Commons License
Neel by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at hookomookho.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://hookomookho.blogspot.com/2009/10/blog-post.html.