Monday, April 19, 2010

বিঃ দ্রঃ

বেশ কিছুদিন হলো windows 7 ব্যবহার করা শুরু করেছি, যার অন্যতম কারণ অবশ্যই windows XP-র তুলনায় এই অপারেটিং সিস্টেমের উন্নততর বাংলা font rendering, যার জন্য বাংলা আর ইংরাজী এক font-size-এর লেখা আসলেই এক size-এর দেখতে লাগে, যেখানে XP-তে বাংলা লেখাগুলো ইংরাজী-র তুলনায় অতি ক্ষুদ্র দেখায় এবং পড়া কষ্টকর হয়ে দাঁড়ায়।
সেই জন্য বিগত সব post-গুলো, যা XP-তে বসে লেখা হয়েছিল, এখন বাংলা লেখাগুলো খুব বড় ছিল এবং বিসদৃশ লাগছিল, সব ঠিক করলাম। তাই এখন windows vista/7 অথবা linux-এ লেখাগুলো ঠিক দেখাবে, কিন্ত XP-তে ছোট দেখাবে।