Wednesday, July 20, 2011

আমাদের প্রথম দ্বৈতসঙ্গীত - হারিয়ে যাক আমার সবই

আমাদের নতুন গান 'হারিয়ে যাক আমার সবই' পোস্ট করলাম। এই গানটা বিশেষ একটা বিশেষ কারণে।
এটা আমাদের প্রথম দ্বৈতসঙ্গীত (Duet)। এবং আরও আনন্দের বিষয় হোল, আমার সাথে গানটিতে কণ্ঠদান করেছে আর কেউ নয়, স্বয়ং সায়ন্তী। :)
কথাগুলো অনেকদিন আগেই (দেড় বছর) লিখে রেখেছিলাম। এবার সুর দিয়ে গান হোল।
আশা করি ভাল লাগবে। মতামত ও সমালোচনা স্বাগতম। :)

গানের কথাগুলো এখানে তুলে দিলাম। :) ***********************************************************************
Verse 1:
যদি চোখ বুজে থাকি
দেখি এক ঝলক আলোতে
এক দূর পাহাড়ে হারিয়ে গেছি আমি।
হারিয়ে গেছো কোথায় বলো তুমি।
দেখি আঁকাবাঁকা নদী
ওপারে এক ছোটো তরী
নিয়ে দাঁড়িয়ে আছো সেই যে তুমি।
তোমারই অপেক্ষায় আছি আমি।
Bridge:
ইচ্ছেগুলো আজ যেন সীমাহীন
আরো দূরে হারিয়ে যাবো দুজনে
পাড়ি দেবো তের নদী সাতটি সমুদ্দুর
শুধু তুমি যদি থাকো সাথে।
Chorus:
চলে যাই কোনো দূর দেশে
এই স্বপ্নেরই আবেশে
হারিয়ে যাক তোমায় নিয়ে
আমার সবই।
Verse 2:
যদি তোমাকে বলি
এনে দেবে বলো কি?
বৃষ্টিভেজা এক মুঠো নীল আকাশ।
সারাটা আকাশ করে দেবো তোমারই।
হারাবো ওই আকাশে
দূর রংধনুরই দেশে
তুমি আর আমি দুজনে দেবো পাড়ি।
করে দেব তোমার জন্য সবই।
***********************************************************************
কন্ঠঃ গোর্কী শাউ, সায়ন্তী সমাদ্দার
কথা ও সুরঃ গোর্কী শাউ।
যন্ত্রানুসঙ্গ পরিচালনা, মিশ্রণ ও সম্পাদনাঃ গোর্কী শাউ, রুশো শাউ
:) :) :)