Sunday, November 27, 2011

পুরনো ডায়েরির পাতা থেকে 2

কলেজে ২য়-৩য় বর্ষে বেশ কিছু লেখা লিখেছিলাম, যেগুলো থেকে মূলতঃ পরবর্তিকালে গান বানাব বলে লেখা। পুরনো ডায়েরির পাতা থেকে সেই 'কবিতা'গুলো কিছু কিছু মাঝে মাঝে এই ব্লগে প্রকাশ করব। তবে সময়ানুক্রমিক ভাবে নয়, এখান থেকে ওখান থেকে, যেটা মনে হবে আর কি...

এই লেখাটা চন্দ্রবিন্দুর 'এইটা তোমার গান' গানটা থেকে অনুপ্রাণিত।লিখে খুব আনন্দ পেয়েছিলাম। :)

লেখার সময়ঃ ২৭/০৯/২০০৪

নামকরণ আর করা হয়ে ওঠেনি...

তুমি যত্নে বাঁধা ঘর
তুমি একলা বালুচর
তুমি আলতাজবা ইচ্ছেরাখা
চাঁদমাখা রাতভর ।
তুমি দূর পাহাড়ের টান
তুমি মিষ্টিমধুর গান
তুমি শালের বনের ছায়ায় ঘেরা
আলতো রৌদ্রস্নান ।
 
তুমি নতুন ধানের শিষে
তোমায় চাইব বল কীসে
তুমি রাত্রি শেষের শিশিরভেজা
তারার আলোয় মিশে ।
থাকো মেঘঢাকা রাস্তায়
তুমি ঝিরঝিরে সন্ধ্যায়
তুমি ঘুমপাড়ানি গানের সুরে
স্বপ্নপারের গাঁয়ে ।
 
তুমি পুরনো ডাইরীর গানে
তুমি আলপথের পিছুটানে
তুমি ফিরতে গিয়েও এগিয়ে যাবার
অল্পকিছু মানে ।
তুমি আমার দিকে চাও
তুমি বুকভরা গান দাও
তোমায় সাঁঝবাতিতে ট্রেনবগিতে
খুঁজে পেলাম না তাও ।
Creative Commons License
tumi jotne baandha ghor by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 India License.
Based on a work at hookomookho.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://hookomookho.blogspot.com/.

পুরনো ডায়েরির পাতা থেকে ১ - চাঁদ

কলেজে ২য়-৩য় বর্ষে বেশ কিছু লেখা লিখেছিলাম, যেগুলো থেকে মূলতঃ পরবর্তিকালে গান বানাব বলে লেখা। পুরনো ডায়েরির পাতা থেকে সেই 'কবিতা'গুলো কিছু কিছু মাঝে মাঝে এই ব্লগে প্রকাশ করব। তবে সময়ানুক্রমিক ভাবে নয়, এখান থেকে ওখান থেকে, যেটা মনে হবে আর কি...

প্রথম এই লেখাটা চাঁদ কে উদ্দেশ্য করে লেখা। অনেকেই তো চাঁদ কে নিয়ে লিখেছে, মনে হল আমারও লেখা উচিত!!

লেখার সময়ঃ ০৯/০২/২০০৪
অনুপ্রেরণাঃ শিলাজিতের 'ও চাঁদ' গানটা থেকে অনেকটাই অনুপ্রাণিত।

চাঁদ

চাঁদ তুমি থাকো
রাতের ক্যানভাসে
নতুন ছবি তুমি আঁকো ।।
চারিধার বড় আঁধার
কে আলো দেবে আর
ভাঙ্গো সব কারাগার
মুক্ত কর মন আবার ।।

রাত জুড়ে কুয়াশা
বুক ভরা নিরাশা
বিষ ভরা ভালবাসা
শুধু এক তুমিই আশা ।।

করছে গ্রাস আঁধার কালো
এ বুকে মশাল জ্বালো
স্বপ্নেরাও হারালো
তুমি তুফান তোলো ।।

আজ এ রাত শেষে
সূর্য্য বিঁধবে এসে
তাই তোমারই আবেশে
এ মন যেতে চায় ভেসে ।।

তাই,
চাঁদ তুমি থাকো
রাতের ক্যানভাসে 
নতুন ছবি তুমি আঁকো ।।


Creative Commons License
chaand by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 India License.
Based on a work at hookomookho.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://hookomookho.blogspot.com/.