Monday, August 30, 2010

অপূর্ণতা - ২

বহুদিন বাদে আবার একটা কবিতা লেখার অপচেষ্টা। এবার এক বন্ধুর এক (ক্ষণস্হায়ী) buzz post-এর ভাবম্প্রসারণ করার একটু ক্ষুদ্র প্রয়াস। :-)
এবং এটা মোটামুটি 'অপূর্ণতা'-র অনুবৃত্তি বলা চলে, যে কারণে এই নামাঙ্কন।

Creative Commons License
Apurnota - 2 by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 India License.
Based on a work at hookomookho.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://hookomookho.blogspot.com/.

Friday, May 21, 2010

কৃষ্ণপক্ষ (৫ জ্যৈষ্ঠ ১৪১৭)

কৃষ্ণপক্ষ (৫ জ্যৈষ্ঠ ১৪১৭)

ঘড়ির কাঁটায় রাত বারোটা
আজ রাতে আমার পুর্ণিমা...

একটা শান বাঁধানো পথ,
একটা মরিচিকার মত
দিগন্তে মিলিয়ে যাওয়া
সাইবেরিয়ার পরিযায়ীর ঝাঁক,
একটা দমকা হাওয়ায়
অবিন্যস্ত হয়ে যাওয়া
তোমার চুল,
ঠিক করে নেওয়া
তোমার কানের দুল।
কিছুটা কল্পনা,
বাকিটা তোমার দেওয়া স্মৃতি।
আজ একাকী চলার পথে
সবটাই আমার
তাই আজ রাতেই আমার পুর্ণিমা...

দূরে একঝলক আলেয়া,
একমুঠো জোনাকি ,
মহাকাশ থেকে খসে পড়া
একটা তারা,
ঘনকালো মেঘের আড়ালে
একটু আলোর আভাস,
ঠিক যেন সেই ক্ষণ
দেখে যখন ভাবলাম
আজই তবে আমার পুর্ণিমা...

ঘড়ির কাঁটায় রাত বারোটা,
একলা পড়ে থাকা শান বাঁধানো পথ,
নিদ্রাহীন অসীম মহাকাশ ,
দূরে লাইটহাউসের নিঃসংগ বাতি,
মনে করিয়ে দিল
তবে আজ রাত পোহালেই শুরু
আমার কৃষ্ণপক্ষ। 
Creative Commons License
This work by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 India License
Permissions beyond the scope of this license may be available at http://hookomookho.blogspot.com/.

Saturday, May 15, 2010

একটি অণু-কবিতা...

নিঝুম রাতের নিঃসঙ্গ কোনিফার,
উদাস হাওয়ায় বহুদূর উড়ে গেছে
স্বপ্নের অবকাশ, কবেকার

যেতে পারিনি দিগন্তের কাছাকাছি,
কারণ চাঁদ ওঠার নয়
আমি অমাবস্যার অপেক্ষায় আছি।

Creative Commons License
ekti onu kobita by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at hookomukho.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at hookomukho.blogspot.com.

Friday, May 14, 2010

আমার নতুন গান - নিঃশব্দ কলতান

বন্ধুগণ,
'তোমার গান'-এর বহুদিন পর আরেকটা গান করা গেল। আমার নতুন গান 'নিঃশব্দ কলতান' আপলোড করা হয়েছে.  নতুন গানটিতে কথা দিয়েছে দিব্যেন্দু হাজরা, আমাদের দিব্যেন্দুদা, তার নিজের কোথায়: ''I was so tired of the monotonic life of IIT Kanpur, and then I was overwhelmed by the serenity and tranquility that the natural beauty of Pachmarhi offered to me. This song is a mere manifestation of that splendid feeling."
এই গানটা এখানে পাওয়া যাবেঃ http://soundclick.com/share?songid=9133902
কথাঃ দিব্যেন্দু হাজরা।
কন্ঠঃ গোর্কী।
সুর, যন্ত্রানুসংগ পরিচালনা, মিশ্রণ ও সম্পাদনাঃ গোর্কী ও রুশো।
আমাদের অন্যান্য গান শোনার জন্য এখানে যানঃ http://www.soundclick.com/bands/default.cfm?bandID=959002

প্রথম কথা প্রথমে

অভিষেক কে ধন্যবাদ, বাংলা ফন্টের সমস্যার অবশেষে একটা ভাল সমাধান খুঁজে পাওয়া গেছে।
সমাধানটি হলোঃ
Download Modified Vrinda font from http://null.dev.tripod.com/misc_files/Vrinda.ttf (right click, save link as)
Replace ur original Vrinda font which is already exists in C:/WINDOWS/fonts/ (u need to backup, delete and install). done!

বিশদ এখানেঃ http://bn.wiktionary.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8:Bangla_script_display_and_input_help#Solution_for_the_small_fonts_problem

:)



Sunday, May 9, 2010

রবীন্দ্রজয়ন্তীতে রবিঠাকুরের একটি গান

রবীন্দ্রজয়ন্তীতে আমার ভাল লাগা রবিঠাকুরের একটি গান,
"আমার শেষ পারানির কড়ি"

Sunday, May 2, 2010

নববর্ষের নববর্ষা

"বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে, হাঁটছি আমি মেঠো পথে..."

হ্যাঁ, আজ অবশেষে বর্ষা এল, আজ আকাশ ভেঙ্গে বৃষ্টি নেমেছিল, তবে আমি মেঠো পথে হাঁটিনি, নিজের বৃত্তের মধ্যে থেকেই দেখলাম, বৃষ্টি দেখলাম, বৃষ্টি ছুঁয়ে দেখলাম, ধুলোর রাজ্য বহুদিন বাদে আবার জলের ছোঁয়া পেল।

বর্ষের প্রথম বর্ষার কিছু এলোমেলো চালচিত্রঃ
  ১। এক পশলা বৃষ্টির পর।
২। বৃষ্টিস্নাত কৃষ্ণচুড়া (বৃষ্টিস্নাত ব্যাপারটা বুঝে নিতে হবে ;))
৩। কৃষ্ণচুড়া
৪। তখনো কালো মেঘ
৫। বৃষ্টিকে ক্যামেরাবন্দী করার ব্যর্থ প্রয়াস
৬। জল পড়ে পাতা নড়ে


Creative Commons License
noboborsher noboborsha by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at hookomookho.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://hookomookho.blogspot.com/.

Monday, April 19, 2010

বিঃ দ্রঃ

বেশ কিছুদিন হলো windows 7 ব্যবহার করা শুরু করেছি, যার অন্যতম কারণ অবশ্যই windows XP-র তুলনায় এই অপারেটিং সিস্টেমের উন্নততর বাংলা font rendering, যার জন্য বাংলা আর ইংরাজী এক font-size-এর লেখা আসলেই এক size-এর দেখতে লাগে, যেখানে XP-তে বাংলা লেখাগুলো ইংরাজী-র তুলনায় অতি ক্ষুদ্র দেখায় এবং পড়া কষ্টকর হয়ে দাঁড়ায়।
সেই জন্য বিগত সব post-গুলো, যা XP-তে বসে লেখা হয়েছিল, এখন বাংলা লেখাগুলো খুব বড় ছিল এবং বিসদৃশ লাগছিল, সব ঠিক করলাম। তাই এখন windows vista/7 অথবা linux-এ লেখাগুলো ঠিক দেখাবে, কিন্ত XP-তে ছোট দেখাবে।

Wednesday, January 13, 2010

মুক্ত

শ্রাবণের এক পশলা বৃষ্টি শেষের
মুক্ত মুক্তোধারা 
কদম গাছের পাতায়
দিনের শেষ বেলার 
আলোর ছটায় উদ্ভাসিত।
আলোকিত মুক্তোমালা ঝরে পড়ে 
রূপালী জল হয়ে তিরতির করে 
বয়ে চলেছে ছোটো নদী বেয়ে।
আলোর ঠিকানা বুকে নিয়ে চলা
উচ্ছসিত বারিধারার পাশ দিয়ে
একটা সবুজ গালিচা বিছানো পথ 
চলেছে বহুদূর, 
চলেছি আমি, বৃষ্টিস্নাত।
আমি তাই আজ মুক্ত।


...আরো একখানা...:D

Creative Commons License
mukto by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at hookomookho.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://hookomookho.blogspot.com/2010/01/blog-post_13.html.

Saturday, January 9, 2010

রুদ্ধ

নিরুপায় আজ,
তুমি জানো আমি এটা করতে চাইনি,
হয়তো বা জানো না।
তবে আজ থেকে হাজার বছর পর
যখন প্রশ্ন করবো, কি? মনে আছে?
যেন বোলো না, না।
একা পথ চলেছি, বড় নিরুপায়ে,
তোমার দেওয়া শৃংখলে রুদ্ধ পদক্ষেপ।
দেরি কতটা হলো আর হিসেব রাখিনি,
তবে জানি আর কিছুই করার নেই,
তাই চলেছি হাসিমুখে।
এখনই সূর্যও ডুবে যাবে,
অন্ধকার দিগন্তের দিকেই আমার গন্তব্য
তাই এগিয়ে যাবো, চিন্তা কোরো না।
একটু ব্যাথা হয়তো থাকবে,
যদি হাজার বছর পর প্রশ্ন করি, 
কি? ক্ষমা করেছো?
আর বলো, না।



...হেঁ হেঁ, আরেকটা গদ্য কবিতা...সবাইকে জানাই শুভ নিউ ইয়ার!


Creative Commons License
Ruddha by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at hookomookho.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://hookomookho.blogspot.com/.