Saturday, May 15, 2010

একটি অণু-কবিতা...

নিঝুম রাতের নিঃসঙ্গ কোনিফার,
উদাস হাওয়ায় বহুদূর উড়ে গেছে
স্বপ্নের অবকাশ, কবেকার

যেতে পারিনি দিগন্তের কাছাকাছি,
কারণ চাঁদ ওঠার নয়
আমি অমাবস্যার অপেক্ষায় আছি।

Creative Commons License
ekti onu kobita by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at hookomukho.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at hookomukho.blogspot.com.

No comments:

Post a Comment