কৃষ্ণপক্ষ (৫ জ্যৈষ্ঠ ১৪১৭)
ঘড়ির কাঁটায় রাত বারোটা
আজ রাতে আমার পুর্ণিমা...
একটা শান বাঁধানো পথ,
একটা মরিচিকার মত
দিগন্তে মিলিয়ে যাওয়া
সাইবেরিয়ার পরিযায়ীর ঝাঁক,
একটা দমকা হাওয়ায়
অবিন্যস্ত হয়ে যাওয়া
তোমার চুল,
ঠিক করে নেওয়া
তোমার কানের দুল।
কিছুটা কল্পনা,
বাকিটা তোমার দেওয়া স্মৃতি।
আজ একাকী চলার পথে
সবটাই আমার
তাই আজ রাতেই আমার পুর্ণিমা...
দূরে একঝলক আলেয়া,
একমুঠো জোনাকি ,
মহাকাশ থেকে খসে পড়া
একটা তারা,
ঘনকালো মেঘের আড়ালে
একটু আলোর আভাস,
ঠিক যেন সেই ক্ষণ
দেখে যখন ভাবলাম
আজই তবে আমার পুর্ণিমা...
ঘড়ির কাঁটায় রাত বারোটা,
একলা পড়ে থাকা শান বাঁধানো পথ,
নিদ্রাহীন অসীম মহাকাশ ,
দূরে লাইটহাউসের নিঃসংগ বাতি,
মনে করিয়ে দিল
তবে আজ রাত পোহালেই শুরু
আমার কৃষ্ণপক্ষ।
আজ রাতে আমার পুর্ণিমা...
একটা শান বাঁধানো পথ,
একটা মরিচিকার মত
দিগন্তে মিলিয়ে যাওয়া
সাইবেরিয়ার পরিযায়ীর ঝাঁক,
একটা দমকা হাওয়ায়
অবিন্যস্ত হয়ে যাওয়া
তোমার চুল,
ঠিক করে নেওয়া
তোমার কানের দুল।
কিছুটা কল্পনা,
বাকিটা তোমার দেওয়া স্মৃতি।
আজ একাকী চলার পথে
সবটাই আমার
তাই আজ রাতেই আমার পুর্ণিমা...
দূরে একঝলক আলেয়া,
একমুঠো জোনাকি ,
মহাকাশ থেকে খসে পড়া
একটা তারা,
ঘনকালো মেঘের আড়ালে
একটু আলোর আভাস,
ঠিক যেন সেই ক্ষণ
দেখে যখন ভাবলাম
আজই তবে আমার পুর্ণিমা...
ঘড়ির কাঁটায় রাত বারোটা,
একলা পড়ে থাকা শান বাঁধানো পথ,
নিদ্রাহীন অসীম মহাকাশ ,
দূরে লাইটহাউসের নিঃসংগ বাতি,
মনে করিয়ে দিল
তবে আজ রাত পোহালেই শুরু
আমার কৃষ্ণপক্ষ।

This work by Gorky Shaw is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 India License
Permissions beyond the scope of this license may be available at http://hookomookho.blogspot.com/.